Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সার ডিলার

১নং দেওঘর ইউনিয়নে বর্তমান সার ডিলার জনাব সাখাওয়াত

এবং উক্ত সার এর গোডাউন সাভিয়ানগর বাজারে অবস্থিত,এখান থেকেই কৃষকগনের কাছে বিক্রয় কার্যক্রম করা হয়।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এবং বিভিন্ন সরকারী, বেসরকারী গবেষণা সংস্হার সাথে সমন্বয় সাধনের মাধ্যমে সম্প্রসারণ সেবা প্রদান। ১.৬ কৃষি পণ্য বিপনণে সহায়তা করা। ... ৪. ১ সার ডিলার ও খুচরা সার বিক্রেতা নিয়োগ. প্রতিটি ইউনিয়ন হতে এক(০১) জন BCIC সারের ডিলার ও প্রতি ওয়ার্ডে এক(০১) জন খুচরা সার বিক্রেতা নিয়োগের ব্যবস্থা করা হয়।

সার ব্যবস্থাপনা আইন, ২০০৬ - Ministry of Law, Justice and Parliamentary ...

কৃষিকাজে ব্যবহার্য সার ও সারজাতীয় দ্রব্যাদির উত্পাদন, আমদানী, সংরক্ষণ, বিতরণ, বিপণন, পরিবহণ ও বিক্রয় নিয়ন্ত্রণকল্পে প্রণীত আইন. যেহেতু কৃষিকাজে ব্যবহার্য সার ও সারজাতীয় দ্রব্যাদির উত্পাদন, আমদানী, সংরক্ষণ, বিতরণ, বিপনন, পরিবহণ ও বিক্রয় নিয়ন্ত্রণসহ এতদ্‌সংক্রান্ত বিষয়াবলী সম্পর্কে বিধান করা সমীচীন ও প্রয়োজনীয়।

 
 
 
 
 
 
 
 
 
 
 
[৯ ফেব্রুয়ারী ২০০৬]  
 
 
কৃষিকাজে ব্যবহার্য সার ও সারজাতীয় দ্রব্যাদির উত্পাদন, আমদানী, সংরক্ষণ, বিতরণ, বিপণন, পরিবহণ ও বিক্রয় নিয়ন্ত্রণকল্পে প্রণীত আইন
 
যেহেতু কৃষিকাজে ব্যবহার্য সার ও সারজাতীয় দ্রব্যাদির উত্পাদন, আমদানী, সংরক্ষণ, বিতরণ, বিপনন, পরিবহণ ও বিক্রয় নিয়ন্ত্রণসহ এতদ্‌সংক্রান্ত বিষয়াবলী সম্পর্কে বিধান করা সমীচীন ও প্রয়োজনীয়;
সেহেতু এতদ্‌দ্বারা নিম্নরূপ আইন করা হইলঃ-
 
 
সূচী
ধারাসমূহ
   
১৷ সংক্ষিপ্ত শিরোনাম ও প্রবর্তন
২৷ সংজ্ঞা
৩৷ এই আইন অন্য আইনের অতিরিক্ত গণ্য
৪৷ জাতীয় সার প্রমিতকরণ কমিটি (National Fertilizer Standar-dization Committee)
৫৷ কমিটির সভা
৬৷ উপ-কমিটি
৭৷ বিনির্দেশ (Specification) জারী
৮৷ নিবন্ধন
৯৷ পরিদর্শক
১০৷ সার উত্পাদন
১১৷ সার আমদানী
১২৷ বিনির্দেশ বহির্ভূত সার গুদামজাতকরণ, সংরক্ষণ, বিক্রয়, বিপনন, পরিবহন ও বিতরণ, ইত্যাদি
১৩৷ সারের বস্তা, আধার বা কন্টেইনার
১৪৷ বিনির্দেশ বহির্ভূত বা পরিবেশ দূষণকারী সার, ইত্যাদি
১৫৷ আবশ্যকীয় উদ্ভিদ পুষ্টি উপাদানের ঘাটতি (Plant Nutrient Deficiency)
১৬৷ ব্রান্ডের অপ-ব্যবহার (Misbranding)
১৭৷ ভেজাল (Adulteration)
১৮৷ ক্ষতিকর পদার্থর জন্য বিশেষ বিধান
১৯৷ কম ওজন
২০৷ সার বিক্রয় বন্ধ রাখার আদেশ
২১৷ বিচার
২২৷ বিচার কার্য সম্পাদনের স্থান
২৩৷ বিচার পদ্ধতি
২৪৷ আপীল
২৫৷ আসামীর অনুপস্থিতিতে বিচার
২৬৷ ফৌজদারী কার্যবিধির প্রয়োগ, ইত্যাদি
২৭৷ পরীক্ষাগার
২৮৷ সরল বিশ্বাসে কৃত কাজকর্ম রক্ষণ
২৯৷ কোম্পানী কর্তৃক অপরাধ সংঘটন
৩০৷ বিধি প্রণয়নের ক্ষমতা
৩১৷ ম্যানুয়েল প্রণয়ন
৩২৷ অব্যাহতি